এমন অবস্থায় সিরাজগঞ্জে শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজে প্রায় ১০ মাস আগে কোভিড-১৯ শনাক্তকারী পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিন, শিক্ষার্থীদের ব্যবহারিক ডাক্তারি সরঞ্জামসহ রোগীদের কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের চিকিৎসায় আটটি ভেন্টিলেটর কেনা হলেও তা এখনো প্যাকেটবন্দী রয়ে গেছে।
কলেজ প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল বলেন, ১০ মাস আগে পিসিআর মেশিন এবং ভেন্টিলেটর কেনা হলেও আজও তা ব্যবহার করা হয়নি। কলেজ কর্তৃপক্ষ নতুন আরেকটি পিসিআর মেশিনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা দিয়েছে। নতুন আরেকটির চাহিদা পাঠনোর বিষয়টি বোধগম্য নয়।
গত বছর চিকিৎসা সরঞ্জামাদিসহ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে মালামাল ক্রয়ে নানাবিধ দুর্নীতির খোঁজে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্যাকেটবন্দী পিসিআর ও ভেন্টিলেটর ব্যবহারে দুদকের কোনো আপত্তি নেই বলে তদন্তকারী কর্মকর্তাদের বরাদ দিয়ে ডা. কৃষ্ণ কুমার পাল বলেন, কিন্তু চূড়ান্ত তদন্ত সম্পন্ন হবার আগে অজ্ঞাত কারণে এসব চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে ছাড় দেয়ার পরও পিসিআর মেশিনসহ মালামাল ব্যবহার তো দূরের কথা, উল্টো অধিদপ্তরে নতুন চাহিদাপত্র পাঠানো হয়েছে।
তিনি বলেন, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জীবন রক্ষাকারী ভেন্টিলেটরগুলো শুধুমাত্র অক্সিজেন প্লান্ট ও বায়ুমান যন্ত্র সেট করলে ব্যবহার করা যাবে।
অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বলেন, কলেজ প্রকল্পের মাধ্যমে সংগৃহিত পিসিআর মেশিনটির বিষয়ে আমি অবগত নই। আর থাকলেও সেটি প্রকল্পের মাধ্যমে কেনা। দুদকের তদন্তের কারণে এগুলো ব্যবহার করতে গেলে অনুমোদন নেয়ার প্রয়োজন হবে।
তিনি বলেন, ‘নতুন করে বুঝে নেয়া বা অনুমতি পাওয়ায় বিড়ম্বনা রয়েছে। সেকারণে নতুন পিসিআর মেশিনের জন্য গত ২৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চাহিদা পাঠানো হয়েছে।’
অপরদিকে, জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গত দু’বছর আগে ৫টি ভেন্টিলেটর দেয়া হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে। চলমান করোনা সংকটে রোগীদের কৃত্রিম শ্বাস প্রশ্বাসের চিকিৎসায় এ সব ভেন্টিলেটর চালুরও উদ্যোগ নেই।
হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, সিরাজগঞ্জসহ অনেক স্থানেই ভেন্টিলেটর বা পিসিআরসহ গুরত্বপূর্ণ অনেক দামি দামি যন্ত্রপাতি অপরিকল্পিতভাবে সরবরাহ করা হয়েছে। বর্তমানে সেসব অযত্নে অবহেলায় পড়ে আছে।
সিরাজগঞ্জের প্যাকেটবন্দী ভেন্টিলেটর ও পিসিআর মেশিন শিগগিরই চালুর বিষয়ে মঙ্গলবার অধিদপ্তরকে বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।