নির্বাচনের বিরোধিতা করে চরমপন্থী সন্ত্রাসবাদের হুমকির মুখোমুখি হওয়ায় দেশটির নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগেই পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।
ভারপ্রাপ্ত ডিএইচএস সেক্রেটারি চ্যাড উলফের ঘোষণা হতবাক করার মতো বিষয়। নবনির্বাচিত জো বাইডেনের অভিষেকের মাত্র ১০ দিন আগে এবং তিনি স্বপদে থাকার প্রতিশ্রুতি দেয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘোষণা আসে। উলফ তার পদত্যাগের কারণ হিসেবে তার নেতৃত্বের আইনি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন যা কয়েক মাস আগেই জানা গিয়েছিল।
আরও পড়ুন: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সশস্ত্র বিক্ষোভ সম্পর্কে সতর্ক করল এফবিআই
হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান রেপ বেনি থমসন বলেন, ‘আমরা জানি কয়েক মাস ধরে ওই পদে চ্যাড উলফ অবৈধভাবে দায়িত্ব পালন করছেন। তবে আজকেই এ দায়িত্ব থেকে পদত্যাগের বিষয়টি অনেকটা প্রশ্নবিদ্ধ। তিনি জাতীয় সঙ্কটের এমন একটা মুহূর্তে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন যখন দেশীয় সন্ত্রাসীদের সরকারের উপর হামলার পরিকল্পনা করার সম্ভাবনা দেখা দিয়েছে।’
২০১৯ সালের নভেম্বর থেকে উলফ এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যা সিনেটের দ্বারা কখনই নিশ্চিত করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক আদালতের রায়সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তিনি আইনশৃঙ্খলাবদ্ধ ওই পদে থাকতে পারছেন না বলে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তবে তিনি অন্যান্য ঘটনা বা কারণগুলো নির্দিষ্ট করে উল্লেখ করেননি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা, নিহত ৪
ডিএইচএস কর্মীদের উদ্দেশে লেখা এক বার্তায় তিনি বলেন, এসব ঘটনা ও ক্রমবর্ধমান উদ্বেগগুলো ক্ষমতা পরিবর্তনের জটিল এ সময়ে অধিদপ্তরের গুরুত্বপূর্ণ কাজ থেকে মনোযোগ এবং সম্পদ সরিয়ে নেয়ার পক্ষে কাজ করে।
ডিএইচএসের তত্ত্বাবধানে বাস্তবায়ন হতে যাওয়া রাজনৈতিক প্রকল্প মার্কিন-মেক্সিকো সীমানা প্রাচীর ট্রাম্পের পরিদর্শনে যাওয়ার একদিন আগে পদত্যাগের এ ঘোষণা এসেছে।
আরও পড়ুন: জো বাইডেন হলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট
নির্বাচনে জালিয়াতির মিথ্যা দাবিকে কেন্দ্র করে ৬ জানুয়ারি ক্যাপিটালে জনসমাবেশে যে তাণ্ডব হয়েছিল তাতে ট্রাম্পের ভূমিকা ছিল অভিযোগে মন্ত্রিসভার অন্যান্য কর্মকর্তারাও আকস্মিক পদত্যাগের পরে উলফও সে পথে হাঁটলেন।
ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের সহিংস হামলাকে ‘ট্রাজিক ও উদ্বেগজনক’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছিলেন উলফ। ওইসময় তিনি আরও বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে মসৃণ করতে ডিএইচএস প্রশাসনে শেষ অবধি দায়িত্ব পালন করবেন এবং জাতিকে চলমান হুমকি থেকে রক্ষা করতে বিভাগের প্রচেষ্টায় অব্যাহত সহায়তা করবেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সংঘর্ষ: ট্রাম্পের টুইটার, ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট বন্ধ
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে গত সপ্তাহের ভয়াবহ অবরোধের পরে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আগ মুহূর্তে দেশটির ওয়াশিংটন ডিসিসহ ৫০টি শহরে সশস্ত্র বিক্ষোভ পরিকল্পনার বিষয়ে সতর্ক করেছে এফবিআই।
তবে এ বিষয়ে হোয়াইট হাউসের তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য এখনও জানা যায়নি।