আইভরি কোস্টে দুটি মিনিবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রোকুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে ১০ জন নিহত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, জরাজীর্ণ রাস্তাঘাট ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আইভরি কোস্টে বছরে এক হাজারেরও বেশি লোক মারা যায়।
গত মাসে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুন: আইভরি কোস্টে বাস ও ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৩, আহত ৪৬
চলতি বছরের শুরুর দিকে আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি ট্যাংকার ট্রাক একটি বাসকে ধাক্কা দিলে ১৩ জন নিহত ও ৪৪ জন আহত হয়।
সড়কে শৃঙ্খলা ফেরাতে গত বছর একটি পয়েন্টভিত্তিক ড্রাইভিং লাইসেন্স চালু করেছে কর্তৃপক্ষ। এতে লাইসেন্সের মাধ্যমে প্রত্যেক চালককে মোট ১২ পয়েন্ট দেওয়া হয়েছে। তবে আইন অমান্য ও দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পয়েন্ট কেটে নেওয়া হবে। এছাড়া অপরাধীদের জরিমানা করতে দেশের প্রধান সড়কগুলোতে ক্যামেরাও বসানো হয়েছে।