আঙ্কারার অ্যারোস্পেস কোম্পানিতে হামলাকারীরা সিরিয়া থেকে তুরস্কে অনুপ্রবেশ করেছিল বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে রাশিয়ার কাজান থেকে ফেরার পথে বিমানে ওঠার আগে সাংবাদিকদের এরদোয়ান বলেন, ‘সন্ত্রাসবাদের উৎসস্থল থেকে একে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য আমরা নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সন্ত্রাসের উৎস যদি সিরিয়া হয়, তাহলে যেখানেই এর উৎপত্তি হোক না কেন, আমরা প্রয়োজনীয় সবকিছু করব। যেমনটি গত রাতে আমরা করেছি, ভবিষ্যতেও আমরা একই দৃঢ় সংকল্প অটুট থাকবে।’
বুধবার আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিইউএসএএস) কারখানায় সন্ত্রাসী হামলা চালায় দুই হামলাকারী। পুরুষ ও নারী হামলাকারীদের দুজনই নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য বলে নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: অ্যারোস্পেস কোম্পানিতে হামলাকারীদের চিহ্নিত করেছে তুরস্ক
স্বয়ংক্রিয় রাইফেল ও বিস্ফোরক দিয়ে করা ওই হামলায় পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়।
এরপর, শুক্রবার ভোরে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরাকের উত্তরাঞ্চলে পিকেকের ৩৪টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে গোষ্ঠীটির বিভিন্ন স্থাপনা ধ্বংস এবং অসংখ্য সদস্য নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে হাকুর্ক, গারা, কান্দিল ও সিনজার অঞ্চলে চালানো এই অভিযানে গুহা, আশ্রয়কেন্দ্র, গোপন আস্তানা, ডিপো ও গোষ্ঠীটির অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে যায়।
তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত পিকেকে তিন দশকেরও বেশি সময় ধরে তুরস্ক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে।