পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গোয়েন্দা বাহিনীর অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী প্রদেশের খাইবার জেলায় অভিযান চালায়। অভিযানে চার সন্ত্রাসী নিহত ও তিনজন আহত হয়েছে।
আইএসপিআর জানায়, অভিযানের সময় সন্ত্রাসীদের অবস্থান কার্যকরভাবে কাজে লাগানো হয়। ওই এলাকা থেকে বাকি সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে।
সেনাবাহিনী বলেছে, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।