ইউক্রেন যুদ্ধ নিয়ে শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ নেতাদের বৈঠক সামনে রেখে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধ ও অবৈধ মাদক ফেনটানিল নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। এক বিবৃতিতে ট্রুডোর কার্যালয় এমন তথ্য দিয়েছে।
এমন এক সময়ে দুই নেতার মধ্যে এই কথা হয়েছে, যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রোমানিয়া, পোল্যান্ডের নেতৃবৃন্দ, ইউরোপীয় ইউনিয়নের প্রধান ও ন্যাটো মহাসচিবের সঙ্গে জোট জি৭ নেতাদের সোমবার আলোচনার করার কথা রয়েছে। কানাডীয় পত্রিকা কোস্ট রিপোর্টার এমন খবর দিয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-জেলেনস্কি দ্বন্দ্বে
হোয়াইট হাউস জানিয়েছে, ‘ট্রাম্প ও ট্রুডো দুজনই ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন। তারা সোমবারের আলোচনার অপেক্ষায় রয়েছেন।’
চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো বলেন, ‘বছরতিনেক আগে রুশ অভিযানের মধ্য দিয়ে যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়েছে, সেটির অবসানের যেকোনো আলোচনার টেবিলে ইউক্রেনের জন্য একটি আসন থাকা দরকার।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হাত ধরেই কী ইউক্রেন জয়ের পথে রাশিয়া?
এরআগে গেল সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ ও মার্কিন শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। সেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করতে দুপক্ষ একমত হওয়ার কথা জানিয়েছেন। যদিও বৈঠকে ইউক্রেন কিংবা ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিনিধি ছিলেন না।
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ শুরু করা ঠিক হয়নি। আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতো না।’