ইকুয়েডরের বৃহত্তম কারাগারে বন্দিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। সংঘর্ষে আরও অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের জাতীয় কারা প্রশাসন সংস্থা এসএনএআই।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার ভোরে ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াকিলের লিটোরাল পেনিটেনশিয়ারির একটি শাখায় সহিংসতা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বড় আকারের তল্লাশি অভিযান শুরু করতে পদক্ষেপ নিয়েছে দেশটির পুলিশ ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তা ব্লক।
লিটোরাল পেনিটেনশিয়ারিতে সংগঠিত অপরাধ ও মাদক পাচারকারী গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রায়ই সংঘর্ষ বাঁধে।
দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে এ ধরনের সহিংসতায় চার শতাধিক বন্দি নিহত হয়েছে।