ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে দুটি সশস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুলিশ ১৭ থেকে ২৫ বছর বয়সী ছয়জনের লাশ পাওয়ার কথা নিশ্চিত করে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি লাশ বাঁধা অবস্থায় ছিল এবং সেগুলোতে গুলির ক্ষত দেখা গেছে। পুলিশ লাশগুলো বন্দর নগরী মানাবির মানতার একটি ফরেনসিক সেন্টারে নিয়ে গেছে।
অন্যদিকে, বুধবার রাতে মানাবির সুক্রে ক্যান্টনের বাহিয়া দে কারাকুয়েজ শহরে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মাদক পাচারের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল মানাবিতে ২০২৪ সালে সহিংসতা বেড়েছে।
সংঘাতপূর্ণ এলাকাগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নির্মূল করতে পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার।
প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া এ বছরের জানুয়ারিতে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত ২২টি অপরাধী চক্রের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত’ ঘোষণা করেন।