ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের মাকাসা বন্দরে ফেরি ডুবে ২৫ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানের কাজ করছে উদ্ধারকর্মীরা বলে জানিয়েছে কৃর্তপক্ষ।
দক্ষিণ সুলাওয়েসি ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জুনায়েদি বলেছেন, মাকাসার সমুদ্রবন্দর থেকে পাংকেপ রিজেন্সির কলমাস দ্বীপে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে খারাপ আবহাওয়ায় ৪২ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার পামতেল রপ্তানি বন্ধে বাড়ল সয়াবিন তেলের দাম
এই ঘটনার সময় সাগরে থাকা দুটি টাগবোট ১৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
জুনায়েদি বলেন, অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা শনিবার ডুবে যাওয়া ফেরির অবস্থান সম্পর্কে নতুন তথ্য পেয়েছে এবং ওই এলাকায় উদ্ধারকর্মীদের পাঠিয়েছেন। নিখোঁজ যাত্রীদের খুঁজতে স্থানীয় মাছ ধরার নৌকাসহ দুটি ফেরি ও একটি অনুসন্ধানকারী নৌকা কাজ করছে।
১৭শ’র বেশি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা একটি সাধারণ বিষয়, যেখানে পরিবহন হিসেবে প্রায়শই ফেরি ব্যবহৃত হয় এবং নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭, আহত ৮৫
২০১৮ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে একটি ফেরি ডুবে প্রায় ১৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।