ইরানের কনস্যুলেটে ভাঙচুর ও অগ্নিসংযোগের একদিন পর দেশটির নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
এদিকে পবিত্র নগরী নাজাফ শহরে কনস্যুলেটে অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে ইরান। অপরদিকে বুধবার সন্ধ্যা থেকে ইরানের দক্ষিণাঞ্চলের ওই শহরে রাতব্যাপী চলা সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ জন বিক্ষোভকারী নিহত এবং ২৪৫ জন আহত হয়। অপর চারজন রাজধানীতে নিহত হন।
তেলসমৃদ্ধ প্রদেশগুলোতে সহিংসতা ও বিক্ষোভের কারণে বন্ধ করে দেয়া রাস্তাগুলো পুনরায় খুলে দিতে পুলিশ এবং সামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত ইরাকে চলতি মাসের শুরুতে কর্মসংস্থান, সরকারি সেবা উন্নতকরণ, বেকারত্বের উচ্চ হার হ্রাস ও দুর্নীতির অবসানের দাবিতে শুরু হওয়া নেতৃত্বহীন ও স্বতঃস্ফূর্ত বিদ্রোহগুলো সম্প্রতি সহিংস হয়ে উঠেছে। পাশাপাশি ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের অতিরিক্ত হস্তক্ষেপের কারণেও ক্ষুব্ধ ইরাকিরা। গত অক্টোবরে ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় অন্তত অর্ধ-শতাধিক নিহত হন।