নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের উচ্চপদস্থ কমান্ডার আবদুল রেজা শাহলাইকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী সামরিক বিমান হামলা চালালেও সেই অভিযান সফল হয়নি। তবে কিভাবে ওই অভিযান ব্যর্থ হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা।
ওই কর্মকর্তারা আরও বলেন, জেনারেল কাসেম সোলাইমানি এবং শাহলাই উভয়ই মার্কিনদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন, যা ইরানের কুদস বাহিনীর নেতৃত্বকে পঙ্গু করে দিতে যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত প্রচেষ্টাকেই ইঙ্গিত করে। কুদস বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবেই মনোনীত করে যুক্তরাষ্ট্র।
গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক নেতা সোলাইমানি। নিজেদের আত্মরক্ষার্থেই এই হত্যাকে ন্যায্য দাবি করে ট্রাম্প প্রশাসন জানায়, সোলাইমানি এমন কিছু সামরিক কাজের পরিকল্পনা করছিলেন যা মধ্যপ্রাচ্যে থাকা বিপুল সংখ্যক মার্কিন সেনা ও কূটনৈতিকদের জন্য হুমকি সৃষ্টি করেছিল।
তবে ওই আক্রমণকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে গত ৭ জানুয়ারি রাতে বাগদাদে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।