গাজা উপত্যকায় সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় সাত শিশু ও এক নারীসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা।
দাইর আল-বালাহ শহরের আল-আকসা শহিদ হাসপাতাল জানিয়েছে, বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়ি ধসে পড়েছে।
এছাড়া অন্য দুটি পৃথক হামলায় আরও ১৫ জন নিহত হয়েছে। নিহতরা ত্রাণবাহী গাড়িবহরের নিরাপত্তায় গঠিত কমিটির সদস্য ছিলেন। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এসব কমিটি গঠন করেছে।
খান ইউনুসের নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর রাফাহর কাছে বিমান হামলায় অন্তত ৮ জন এবং এর আধঘণ্টা পরে খান ইউনিসের কাছে বিমান হামলায় আরও ৭ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: হামাসের বিমান বাহিনীর প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮০০ জনে দাঁড়িয়েছে, যাদের অর্ধের বেশি নারী ও শিশু।
এছাড়া, যুদ্ধে ১৭ হাজারের বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এই তথ্যের কোনো প্রমাণ সরবরাহ করেনি তারা।