ইসরায়েলের ফুটবল মাঠে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সম্ভাব্য রকেট হামলার পর নতুন করে দুই পক্ষের সংঘাত শুরু হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘাইত।
সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যকে আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।’
লেবাননের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে ইসরায়েলের হুমকির নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’
ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় সংঘটিত এই হামলার তদন্তের আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন: ইসরায়েলের গোলান মালভূমিতে ‘হিজবুল্লাহর’ হামলায় ১২ কিশোর নিহত
গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে যে নেতিবাচক প্রভাব পড়বে, তা উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আরব লিগ।
পরিস্থিতি যাতে আরও উত্তেজনার সৃষ্টি না করে, সে বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যোগাযোগের চেষ্টা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর থেকেই দেশটিতে হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। এটি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা একটি পূর্ণ যুদ্ধের রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ফুটবল মাঠে ১২ কিশোর নিহতের পর হিজবুল্লাহর প্রতি ইসরায়েলের প্রতিক্রিয়া
হিজবুল্লাহ হামাসের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানও তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে। ফলে তারাও ইসরালের ব্যাপক ক্ষতিসাধন করতে পারে। সর্বোপরি, এটি একটি বড় পর্যায়ের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে।