লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ওই হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার ইব্রাহিম আকিলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, জিহাদ, কাজ, ক্ষত, ত্যাগ, ঝুঁকি, চ্যালেঞ্জ, অর্জন ও বিজয়ে পরিপূর্ণ জীবন কাটিয়ে আজ মহান জিহাদি নেতা ইব্রাহিম আকিল (হিজবুল্লাহর) মহান শহীদ নেতাদের মিছিলে যোগ দিয়েছেন।
এদিকে স্থানীয় এমটিভি চ্যানেল জানিয়েছে, এলিট রাদোয়ান ফোর্সের আরও সাত সদস্যের সঙ্গে আকিলের লাশ পাওয়া যায়।
আরও পড়ুন: বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১
এর আগে চ্যানেলটি জানিয়েছিল, ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ওই ভবনটিতে এলিট রাদওয়ান ফোর্সের পুরো কমান্ড কমিটি বৈঠক করছে।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এখনও ভবনের ধ্বংসস্তূপের নিচে হতাহতদের সন্ধান করছে।
শুক্রবারের এ হামলায় লেবাননের তিন শিশু ও সাত নারীসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।