উগান্ডার পূর্বাঞ্চলের ভূমিধসে ছয়টি গ্রামের অন্তত ৪০টি বাড়ি চাপা পড়েছে। এ ঘটনার পর এখন পর্যন্ত ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উগান্ডা রেড ক্রস সোসাইটি জানিয়েছে, উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের পর পার্বত্য জেলা বুলামবুলিতে ভূমিধসের ঘটনা ঘটে। বসতবাড়ি ও কৃষিজমি মিলিয়ে প্রায় ৫০ একর জমি ধসে পড়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওই এলাকার একজন সাংবাদিক জানিয়েছেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি এক্সক্যাভেটর আনা হবে, কিন্তু রাস্তাগুলো কাদায় ঢেকে যাওয়ায় এবং এখনও বৃষ্টি পড়তে থাকায় তা সম্ভব হচ্ছে না।
বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুর্যোগ সতর্কতা জারি করে বলা হয়, দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে প্রধান সড়কগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।