ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে শুক্রবারের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ৩৮৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে হাথরসের কাছে রাজ্য সরকার পরিচালিত একটি যাত্রীবাহী বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় গাড়িটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় ১৬ জন আহত হন এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানা যায়।
রাজ্য পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আজ আরও দুই শিশুর মৃত্যু হয়েছে এবং এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।’
তিনি বলেন, ‘ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে একটি বাসের ধাক্কায় চার নারীসহ ১৫ জন নিহত হন। আহত ১৬ জনের মধ্যে ১১ জন হাথরাসের হাসপাতালে এবং ৫ জন আলিগড়ের হাসপাতালে ভর্তি রয়েছেন।’
আরও পড়ুন: ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ২ হাজার ৩৮১ মার্কিন ডলার এবং আহতদের প্রত্যেককে ৫৯৫ ডলার করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
অতিরিক্ত যাত্রী পরিবহন, রাস্তার খারাপ অবস্থা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে ভারতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, দেশটিতে প্রতি বছর প্রায় পাঁচ লাখ সড়ক দুর্ঘটনায় অন্তত দেড় লাখ মানুষ নিহত হয়।