কম্বোডিয়ার একটি হোটেল-ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃহস্পতিবার অন্তত ১৯ জন নিহত ও ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার মৃতদেহের অনুসন্ধান পুনরায় শুরু হওয়ার পর কর্মকর্তারা সতর্ক করেন যে এই সংখ্যা বাড়বে।
বান্তে ম্যানচে প্রদেশের তথ্য বিভাগের প্রধান সেক সোখোম বলেন, বৃহস্পতিবার ১২ ঘণ্টা পর দুপুর ২টায় আগুন নেভানো হয়। আগুন বুধবার মধ্যরাতে শুরু হয়।
তিনি বলেন, ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। উদ্ধারকারীরা যদি ধ্বংসাবশেষের নীচে বা তালাবদ্ধ কক্ষে যেতে পারে তাহলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে যে পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি ক্যাসিনো ও হোটেলে আগুনে আটকা পড়ার পরে মানুষরা ছাদ থেকে লাভ দিচ্ছে।
আরও পড়ুন: ফ্রান্সের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৫ শিশুসহ নিহত ১০
কম্বোডিয়ার অগ্নিনির্বাপক সংস্থার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, হোটেল কমপ্লেক্সের ছাদে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য একটি ভিড়কে চিৎকার করতে শোনা যায়।
অগ্নি প্রতিরোধ, নির্বাপণ ও উদ্ধার অধিদপ্তর জানায়, তারা ১৩, ১৪ ও ১৫ তলার কক্ষ থেকে ভোর ৪ টার দিকে সাহায্যের ডাক শুনতে পায়। কমপ্লেক্সের ভেতরে জানালা দিয়ে হাত এমনকি মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটও নাড়তে দেখা গেছে।
আরও পড়ুন: চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৮