সিউল, ২৯ মার্চ (এপি/ইউএনবি)- বৈশ্বিক করোনাভাইরাসের মহামারির মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাগরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ আনার পাশাপাশি তার সমালোচনা করে সিউল বলছে, ‘এ সময়ে এটি খুবই অনুপযোগী।’
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, রবিবার সকালে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ওনস্যান থেকে কোরিয়ান উপত্যকা ও জাপানের জলসীমার মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে।
এক বিবৃতিতে চিফস অব স্টাফ দাবি করেন, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৩০ কিলোমিটার দূর থেকে এবং সর্বোচ্চ ৩০ কিলোমিটার উচ্চতায় উঠে এসে নিক্ষিপ্ত হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ক্ষেপণাস্ত্রের বিষয়ে আরও বিশ্লেষণ করছে বলেও জানানো হয়।