বৃহস্পতিবার নতুন আরও ১ হাজার ৫০৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মেক্সিকোতে এ সংখ্যা পৌঁছেছে মোট ১ লাখ ৫৫ হাজার ১৪৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১৮ হাজার ৬৭০ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ২০ হাজারে।
অপরদিকে ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৭ জন।
বিশ্বে কোভিড শনাক্ত ১০.১৪ কোটি ছাড়াল
এদিকে মেক্সিকোতে কোভিড-১৯ পরীক্ষার হার অত্যন্ত কম হওয়ায় দেশটিতে প্রকৃত মৃতের সংখ্যা ১ লাখ ৯৫ হাজারের বেশি বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।
মেক্সিকোতে এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৬০ হাজার ডোজ করোনাভাইরাস ভ্যাকসিন দেয়া হয়েছে এবং তারা ভরসা রাখছে রাশিয়ার ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনের ওপর।
যুক্তরাজ্যে কোভিডে মৃত্যু লাখ ছাড়াল
তবে রাশিয়া এখনও তাদের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রকাশ্যে উপস্থাপন করেনি, যা থেকে এই ভ্যাকসিন কতটা কার্যকর সেই তথ্য পাওয়া যাবে।
তা সত্ত্বেও, মেক্সিকো স্পুটনিক ভ্যাকসিন অনুমোদনের কাছাকাছি রয়েছে বলে সম্প্রতি জানান দেশটির সহকারী স্বাস্থ্য সচিব হুগো লোপেজ। আর্জেন্টিনায় ইতোমধ্যে রাশিয়ার তৈরি ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
এদিকে স্পুটনিক ভি ভ্যাকসিনের অনুমোদন নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মেক্সিকোয় সমালোচনার ঝড় উঠেছে। দেশটিতে অনেকে বলছেন, এই ভ্যাকসিনের বিষয়ে রাশিয়া বিস্তারিত তথ্য প্রকাশ না করা পর্যন্ত এর অনুমোদন বা ব্যবহার করা উচিত নয়।
মেক্সিকোর প্রেসিডেন্টের কোভিড-১৯ শনাক্ত
তবে সমালোচকদের ‘ভ্যাকসিন বিরোধী’ উল্লেখ করে, তাদের বিরুদ্ধে ‘অনেক ক্ষতি’ করার অভিযোগ তুলেছেন স্বাস্থ্য সচিব হুগো।
‘তারা কোনো প্রমাণ ছাড়াই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ভ্যাকসিনগুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, বলেন তিনি।
তবে সমালোচকদের পাল্টা অভিযোগ, রাশিয়ার তৈরি ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়ে লোপেজের কাছেই প্রমাণের অভাব রয়েছে।
ভারতে করোনার ভ্যাকসিন নিয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ
এদিকে বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ছাড়িয়ে গেছে। সেই সাথে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় ২১ লাখ ৮৯ হাজারে দাঁড়িয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২১ লাখ ৮৮ হাজার ৭৪৫ জনে।
এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৭৬ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৩৫১ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৩২ হাজার ৯৭১ জন মৃত্যুবরণ করেছেন।
করোনাভাইরাসের বিস্তার রোধে গণপরিবহনে কথা না বলার পরামর্শ
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের দিক থেকে রয়েছে দ্বিতীয়তে।