ইমরান খান ৯ মে সহিংসতার বিষয়ে এবং বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের বিচারকদের নোট নিতে অনুরোধ করেছিলেন যাতে শুধুমাত্র ‘দোষীদের শাস্তি দেওয়া উচিত’। পিটিআইয়ের গণতন্ত্র ফিরিয়ে আনার প্রচেষ্টায় ক্র্যাকডাউন চালানো হচ্ছে বলে অভিহিত করেন তিনি।
পিডিএম সরকারের কথিত প্রচেষ্টার কথা বলতে গিয়ে ‘পিটিআইকে পঙ্গু করে দেওয়ার’ প্রচেষ্টার কথা বলতে গিয়ে খান বলেন, সরকার দলীয় নেতাদের ওপর 'চাপ' চালিয়ে যেতে পারে এবং ‘আগামী দুই, তিন বা এমনকি চার সপ্তাহে যতটা দলত্যাগ করতে চায়।’
ডনের একটি খবরে বলা হয়েছে, ‘ পিটিআই প্রধান লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে সমর্থকদের সঙ্গে কথা বলার সময় দাবি করেছিলেন যে তারপরে নির্বাচনের জন্য একটি সময়সীমা দিন।’
আরও পড়ুন: ইমরান খানের নাম নো-ফ্লাই লিস্টে যোগ করা হয়েছে: পাকিস্তানের গণমাধ্যম
গত বছরের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া খান বলেন, ‘আমি আমার ক্ষমতার জন্য নির্বাচন দাবি করছি না, দেশের স্বার্থে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের জনগণকে আগামী নির্বাচনে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে দিন।’
পিটিআই চেয়ারম্যান অনুরোধ করেন, ‘ইমরান খানকে দূরে রাখার চেষ্টায় দেশকে ধ্বংস করবেন না।’
আরও পড়ুন: ইমরান খানকে ২ সপ্তাহের জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট