বৃহস্পতিবার বিকেলে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেইত লাহিয়া শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় শিশু ও নারীসহ ১৫ জন নিহত হয়েছে বলে সিনহুয়াকে জানান গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসল।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৮০জনে দাঁড়িয়েছে।