চলমান ইসরায়েলি অভিযানে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ২৬৫ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৪২ জনের মৃত্যু ও ১৬৩ জন আহত হয়েছে। গত ৭ অক্টোবর শুরু হওয়া ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ২৬৫ জন এবং আহত হয়েছে ৯৩ হাজার ১৪৪ জন।
বিবৃতিতে আরও বলা হয়, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা অবস্থায় এবং রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে আহত ফিলিস্তিনিরা। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
আরও পড়ুন: গাজা-মিশর সীমান্ত ছাড়বে না ইসরায়েলি সেনাবাহিনী: নেতানিয়াহু
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টের মাধ্যমে ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানায়, পুরো যুদ্ধের সময় ধরে নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত মানুষের চাপ, স্বাস্থ্যবিধির অভাব এবং অসহনীয় গরমের কারণে গাজা উপত্যকায় পরিষ্কার পানির জন্য লড়াই চলছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। এ হামলায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয় এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। এ হামলার জবাবে সেদিনই গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে ইসরায়েল, যা চলছে এখনও।
আরও পড়ুন: রাফায় ইসরায়েলের বিজয় ঘোষণা