গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর নতুন প্রচেষ্টা চলছে। বুধার রাতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার এক সদস্য বেনি গাণ্টজ।
সাবেক সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, 'প্রাথমিক পদক্ষেপ এ বিষয়ে সামনে এগিয়ে যেতে সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।’
এক সপ্তাহ আগে আলোচনা স্থগিত হওয়ার পর নতুন করে যুদ্ধবিরতি আলোচনার ইঙ্গিত দিল ইসরায়েল।
আরও পড়ুন: গাজায় বাংলাদেশের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ায় মিশরকে পররাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ
তবে গান্টজ তার প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করে বলেন, হামাস অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি না হলে আসন্ন পবিত্র রমজান মাসে জনাকীর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল আক্রমণ চালাবে ইসরায়েল।
গাজায় ইসরাইলের যুদ্ধ ২৩ লাখ জনসংখ্যার ৮০ শতাংশকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে। বেশিরভাগই ইসরায়েলের নির্দেশে দক্ষিণে পালিয়েছে এবং প্রায় ১৫ লাখ মিশর সীমান্তের কাছে রাফায় গাদাগাদি করে রয়েছে।
গাজাজুড়ে রাতভর ইসরায়েলি হামলায় বুধবার পর্যন্ত কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন শসস্ত্র বাহিনী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা ও প্রায় ২৫০ জনকে জিম্মি করার পর এই যুদ্ধ শুরু হয়। এখনও আটক ১৩০ জন বন্দির প্রায় এক চতুর্থাংশ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এর জবাবে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডের বেশির ভাগ এলাকা ধ্বংস করে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন: ইসরায়েল-হামাস যুদ্ধে ২৯ হাজার ফিলিস্তিনি নিহত: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়