গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য যেকোনো চুক্তি বা প্রস্তাবের প্রতি নিজেদের অবস্থান পরিস্কার করেছে উপত্যকার শাসক গোষ্ঠী হামাস।
মঙ্গলবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, গাজাবাসীর দুর্ভোগের অবসান ঘটাতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যেকোনো চুক্তি বা প্রস্তাবের প্রতি আমরা উন্মুক্ত রয়েছি।
তিনি বলেন, তবে চুক্তি বা প্রস্তাবের মধ্যে অবশ্যই পুরো গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার, অবরোধ প্রত্যাহার এবং জনগণের জন্য ত্রাণ, সহায়তা ও আশ্রয়ের পাশাপাশি উপত্যকার পুনর্গঠন ও একটি বন্দী বিনিময় চুক্তি অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়-সংক্রান্ত নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের অনুরোধে সাড়া দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে কিছু বৈঠক হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বৈঠক হবে।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
এর আগে, রবিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজায় ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে চার ইসরায়েলি জিম্মিকে বিনিময়ের জন্য দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন।
গাজায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রেক্ষাপটে আল-সিসি এ ঘোষণা দেন।
গত বছরের অক্টোবরে হামাস-ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে কাজ করছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র।
গত কয়েক মাস ধরে দোহা ও কায়রোতে এ বিষয়ে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও বছরব্যাপী সংঘাত অবসানে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করতে ব্যর্থ হয়েছে তারা।