মধ্য গাজা উপত্যকার শুহাদা আল-নুসেইরাত স্কুলে ইসরায়েলি বোমা হামলায় ৯ শিশুসহ অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আরও ৫২ জনের বেশি আহত এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস।
এক বিবৃতিতে মিডিয়া অফিস জানিয়েছে, স্কুলটিতে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে; তাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, নুসেইরাত এলাকায় একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ভেতরে তৎপর হামাস জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
‘শুহাদা আল-নুসেইরাত স্কুল নামে পরিচিত একটি কম্পাউন্ডের ভেতরে থাকা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারটি আইডিএফ সেনা ও ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছিল।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলায় ১২০০ জনের মৃত্যু ও ২৫০ জনকে জিম্মি করার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বড় আকারের অভিযান শুরু করে। চলমান এ অভিযানে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৪২ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে।