দক্ষিণ গাজার শহর খান ইউনিস থেকে পাঁচ জিম্মির লাশ উদ্ধার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত অক্টোবরে হামলার সময় তাদের জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেট অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসে ইসরায়েলের কিব্বুটজ নির ওজি এলাকার বাসিন্দা মায়া গোরেন ও চার সেনার মরদেহ জিম্মি করে রাখার খবর পায় ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর হামাসের সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াইয়ে ওরেন গোল্ডিন, টোমার আহিমাস, রাভিদ আরেহ কাটজ ও কিরিল ব্রডস্কি নামের ওই চার ইসরায়েলি সেনা নিহত হন।
বিবৃতিতে বলা হয়, বুধবার গাজায় কমান্ডো ও শিন বেট বাহিনীর অভিযানে লাশগুলো উদ্ধার করে শনাক্তকরণের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।
হামাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলির মধ্যে কিব্বুটজ নির ওজি একটি।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত
এক বিবৃতিতে সম্প্রদায়টির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ৯ মাস আটকে রাখার পর ৫৬ বছর বয়সী কিন্ডারগার্টেন শিক্ষক গোরেনকে দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছ। ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, তিনি মারা গেছেন বলে তাদের ধারণা।
ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যানুসারে, গাজায় এখনও প্রায় ১১০ জনকে জিম্মি করে রাখা হয়েছে। তাদের মধ্যে অন্তত এক-তৃতীয়াংশই ইতোমধ্যে নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।