ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে রহস্যজনক জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পশ্চিমে কচ্ছ জেলার বেশ কয়েকটি গ্রামে এই ভাইরাসের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।
চিকিৎসকরা এখনো সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেননি। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের পর বন্যা দেখা দেওয়ার পরপরই রহস্যজনক এই জ্বরের ঘটনা আসতে শুরু করে।
আরও পড়ুন: বন্যায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ২২ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ১৭ লাখ
স্থানীয় স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, কচ্ছের লাখপত ও আবদাসার সাতটি গ্রামে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গোটা রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর এই রোগের কারণ খুঁজে বের করতে তৎপর রয়েছে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, রহস্যজনক এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ ছিল।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ৬০ জনের রহস্যজনক জ্বর শনাক্ত হয়েছে।
কচ্ছের জেলা কালেক্টর অমিত অরোরাকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিউমোনিয়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।
অরোরা বলেন, ‘দূষণ থেকে এসেছে বলে মনে হচ্ছে না। এমনকি এটি কোনো সংক্রামক রোগ বলেও মনে হচ্ছে না। ডেঙ্গু, ম্যালেরিয়া, এইচ১এন১ সোয়াইন ফ্লু ও নিউমোনিয়ার বিরুদ্ধে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের টিম এ বিষয়ে বিশেষ নজর রাখছে।
আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৫ তীর্থযাত্রী নিহত
ইতোমধ্যে ১১টি লাশের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠিয়েছেন কর্মকর্তারা। দু-একদিনের মধ্যেই ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে বলে জানান আরোরা।
এই মৌসুমে কচ্ছ জেলায় গুজরাটের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮৯০ মিলিমিটার হয়েছে যা দেশটির গড় বৃষ্টিপাতের ১৮৪ শতাংশ।