গ্যাসোলিন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে রাশিয়া সরকার।
বুধবার (১৪ আগস্ট) এক টেলিগ্রাম বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ।
বিবৃতিতে বলা হয়েছে, চলমান মৌসুমী চাহিদা এবং তেল শোধনাগারগুলোতে পরিচালিত নির্ধারিত মেরামতের সময়কালে জ্বালানি বাজারে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বসন্ত ও গ্রীষ্মে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির ধাক্কা সামলাতে রাশিয়া প্রাথমিকভাবে ১ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত গ্যাসোলিন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরে অভ্যন্তরীণ বাজার সম্পৃক্ততার কারণে এবং তেল পরিশোধন হ্রাস রোধ করতে মে মাসের মাঝামাঝি থেকে ৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছিল।