চিলির রাজধানী সান্তিয়াগোর একটি স্কুলে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির মিলিটারাইজড পুলিশের লেফটেন্যান্ট কর্নেল ফের্নান্দো আলবারনোস বলেছেন, বুধবার সকালে বারোস আরানা ন্যাশনাল বোর্ডিং স্কুলের একদল শিক্ষার্থী বিক্ষোভের উদ্দেশ্যে বিস্ফোরক ডিভাইস তৈরি করছিল। এমন সময় একটি ডিভাইস বিস্ফোরিত হয়।
এরপর আহত শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় একজন শিক্ষকও আহত হয়েছেন।
মুতুয়াল দে সেগুরিদাদ হাসপাতালের পরিচালক রাফায়েল বোরগনো স্থানীয় গণমাধ্যমকে বলেন, হাসপাতালে ভর্তি হওয়া পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: চিলির দক্ষিণাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
এ ঘটনায় শিক্ষার্থীদের বাইরে কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার ওপর জোর দিয়েছেন সান্তিয়াগোর মেট্রোপলিটন অঞ্চলের প্রেসিডেন্টের প্রতিনিধি গন্সালো দুরান।
তিনি বলেন, ‘দোষীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার সম্ভাবনা মূল্যায়ন করতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহার সঙ্গে কথা বলেছি।’
তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে বর্ণনা করেছেন এবং আহত শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতি ও ঘটনার প্রকৃতি উভয়ই তুলে ধরেছেন।