চীনে ক্রমাগতভাবে জন্মহার কমতে থাকলেও গত বছর প্রথমবারের মতো দেশটির জনসংখ্যা ১ দশমিক ৪ বিলিয়ন (১৪০ কোটি) ছাড়িয়ে গেছে।
শুক্রবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০১৯ সালের শেষ নাগাদ চীনের জনসংখ্যা ১ দশমিক ৪০০০৫ বিলিয়নে পৌঁছেছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের কর্মক্ষম জনসংখ্যা অর্থাৎ ১৬ থেকে ৫৯ বছর বয়সী মানুষের সংখ্যা ২০১৮ সালের তুলনায় গত বছর ৮৯৬ দশমিক ৪ মিলিয়ন থেকে কমে হয়েছে ৮,৯০,০০০। এছাড়া ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৪.৩৯ মিলিয়ন। যা মোট জনসংখ্যার ১৮ দশমিক ১ শতাংশ।
এর আগে উন্নয়ন লক্ষ্যে পৌঁছানোর আগেই দেশের বেশিরভাগ মানুষ বৃদ্ধ হয়ে যাবে এমন আশঙ্কায় ২০১৬ সালে দীর্ঘদিন ধরে চলে আসা এক-সন্তান নীতি বাতিল করে চীন।