জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ছুটির দিনে জনসমাগম এবং বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে গত মাসে কোভিড-১৯ এর সংক্রমণ বেড়েছে।
টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ডিসেম্বরে প্রায় ১০ হাজার মৃত্যুর খবর পাওয়া গেছে। তখন প্রায় ৫০টি দেশে হাসপাতালে ভর্তির হার ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তা বেশিরভাগ ইউরোপ ও আমেরিকায়।
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে সংস্থাটির মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘যদিও মহামারির সময়ের তুলনায় মাসে ১০ হাজার মৃত্যু অনেক কম, তবে এতদিন পরে এসে প্রতিরোধযোগ্য স্তরে এই মৃত্যু গ্রহণযোগ্য নয়।’
আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদকে রাষ্ট্রপতির অভিনন্দন
তিনি বলেন, এটি ‘নিশ্চিত’ যে অন্যান্য জায়গায় সংক্রমণ বাড়ছে, যা রিপোর্ট করা হচ্ছে না। তিনি সরকারকে নজরদারি বজায় রাখতে এবং চিকিৎসা ও ভ্যাকসিন অব্যাহত সরবরাহের আহ্বান জানান।
টেড্রোস বলেন, ‘জেএন.১ ভ্যারিয়েন্ট এখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য। যা ওমিক্রনের একটি ভ্যারিয়েন্ট। তাই বর্তমান ভ্যাকসিনগুলোর এখনও কিছু সুরক্ষা দেওয়া উচিৎ।’
আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে ডেঙ্গুর টিকা আনার চেষ্টা করব: স্বাস্থ্যমন্ত্রী