১.৫ বিলিয়ন ইউরো মূল্যের জব্দ করা রাশিয়ান সম্পদ ইউক্রেনকে হস্তান্তর করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শুক্রবার (২৬ জুলাই) এ ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
গত মে মাসে ইউক্রেনের সুবিধার জন্য এই নিট মুনাফা ব্যবহারের অনুমতি দিয়ে একগুচ্ছ আইন প্রণয়ন করার পর এমন সিদ্ধান্ত নিল ইইউ।
এক বিবৃতিতে ইইউ বলেছে, এই প্রথম জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে পাওয়া অর্থ পরিশোধ করা হলো। ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি এবং ইউক্রেন ফ্যাসিলিটির মাধ্যমে এই অর্থ বরাদ্দ করা হবে।
আরও পড়ুন: ইউক্রেনের দিনিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেপ বোরেল বলেন, বরাদ্দকৃত অর্থের ১.৪ বিলিয়ন ইউরো ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাকিটা সামিরক সরঞ্জামের পেছনে ব্যবহার করা হবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘ক্রেমলিনের এই অর্থের জন্য ইউক্রেন ও পুরো ইউরোপকে বসবাসের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলায় ব্যয়ের চেয়ে ভালো ব্যবহার আর নেই।’
অবশ্য ইইউর এই সিদ্ধান্তকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে রাশিয়া।
এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এ ধরনের অবৈধ সিদ্ধান্ত বাস্তবায়নের বিরুদ্ধে অবশ্যই একটি সুচিন্তিত প্রতিক্রিয়া জানানো হবে।’
আরও পড়ুন: ইউক্রেনের সেনাবাহিনীতে উচ্চ পদে রদবদল