জাপানের হোক্কাইডো উপকূলের কাছে ওখোটস্কের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টা ২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের ভূমিকম্পের তীব্রতা স্কেলে এটি ৩ মাত্রার ছিল।
ভূপৃষ্ঠের ৪৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৪৫ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।