ভিয়েতনামের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ইয়াগি ও এর কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অন্তত ২২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দেশটিতে আরও অন্তত ১০৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাও কাই প্রদেশের নু গ্রামে ৪৭ জনসহ মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটিতে নিখোঁজ রয়েছেন আরও ৮১ জন।
এছাড়া কাও বাং প্রদেশে ৪৩, ইয়েন বাই প্রদেশে ৪২ ও কোয়াং নিনহ প্রদেশে আরও ১৫ জন নিহতের ঘটনা ঘটেছে।
ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল থেকে রাজধানী হ্যানয়ের রেড নদীতে বন্যার পানি ধীরে ধীরে সতর্কতা স্তর ২ এর নিচে এবং সতর্কতা স্তরের ১ এর ওপর নেমে গেছে।
উত্তরাঞ্চলীয় এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রটি।
আরও পড়ুন: ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে নিহত ১৯৭, নিখোঁজ ১২৮
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টাইফুনের আঘাত কাটিয়ে উঠতে এবং শিগগিরই স্থানীয়দের জীবনযাত্রা স্থিতিশীল করতে ওই অঞ্চলজুড়ে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলছে।
ভিয়েতনাম নিউজ জানিয়েছে, টাইফুন ইয়াগির পর আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য অংশীদার দেশ ও সংস্থাগুলোর তৈরি আন্তর্জাতিক ত্রাণ ভিয়েতনামে পৌঁছে দেওয়া হচ্ছে।