২০২৪ সালের প্রথম ৯ মাসে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সিটিজেন পুলিশ লিয়াজোঁ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শহরটি থেকে মোট দেড় হাজার গাড়ি ও ৩৫ হাজার মোটরসাইকেল ছিনতাই বা চুরি হয়েছে।
এছাড়া বাসিন্দাদের কাছ থেকে প্রায় ১৫ হাজার মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ছিনতাইকারীদের প্রতিরোধ করার সময়।
আরও পড়ুন: পাকিস্তানে ৭ শ্রমিককে গুলি করে হত্যা
দেশটিতে সড়কে অপরাধমূলক সহিংসতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পাশাপাশি, ডাকাতির সঙ্গে জড়িত গ্যাংয়ের সংখ্যাও ব্যাপক আকারে বেড়েছে।
কয়েক বছর আগেও প্রায় ২৫-৩০টি অপরাধী গোষ্ঠী সড়কে অপরাধের সঙ্গে জড়িত ছিল, গত দুই বছরে যা বেড়েছে দ্বিগুণ।