দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সি বুধবার নিহতদের মধ্যে দুজনকে ইন্দোনেশিয়ার ও একজনকে ফিলিপাইনের নাগরিক হিসেবে চিহ্নিত করলেও অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
তাইওয়ানের রাজধানী তাইপ শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নানফাংগাও মত্স্য বন্দরে ১৯৯৮ সালে নির্মাণ করা ১৪০ মিটার লম্বা সেতুটি মঙ্গলবার নদীতে ভেঙে পড়ে।
এর আগে, এলাকাটিতে একটি ঝড় বয়ে গেলেও সেতুটি ভেঙে পড়ার সময় আবহাওয়া রৌদ্রজ্বল ছিল। তবে, ঝড়ের কারণেই সেতুটি ভেঙে পড়েছিলো কি না, তা স্পষ্ট নয়।
প্রায় ১৮ মিটার উচ্চতার এ সেতুটির নিচেই কয়েকটি মাছ ধরার ছোট ছোট নৌকা সারি সারি করে রাখা ছিল। ঝুলন্ত সেতুটি সেগুলোর ওপর ভেঙে পড়ে।
এ দুর্ঘটনায় মোট ১৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সংবাদপত্র সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
একটি তেলবাহী ট্রাক সেতুটিতে উঠার সময় তা ভেঙে পড়ে। এতে ট্রাকটিতে থাকা তাইওয়ানী চালকসহ ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিলো। হাসপাতালে নেয়া অন্য ৯জন ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ান জেলের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তাইওয়ানের সরকারি সংবাদ সংস্থা।