তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকরপোরেশনের (টিইউএসএএস) উৎপাদন কেন্দ্রে সন্ত্রাসী হামলায় চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া।
ইয়ারলিকায়া জানান, আঙ্কারার উপকণ্ঠে মূল প্রতিরক্ষা কমপ্লেক্সকে লক্ষ্য করে একজন পুরুষ ও একজন মহিলা হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা সন্ত্রাসীদের শনাক্ত করতে কাজ করছি। সন্ত্রাসীদের শনাক্ত করা গেলে তাদের তথ্য প্রকাশ করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই জঘন্য হামলার নিন্দা জানাই। শেষ সন্ত্রাসীকে নির্মূল না করা পর্যন্ত দৃঢ়তার সঙ্গে লড়াই চলবে।’
এনটিভিতে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, 'কয়েকজন সন্ত্রাসী' ট্যাক্সিতে করে কমপ্লেক্সের কেন্দ্রীয় গেটে আসে এবং মেশিনগান দিয়ে রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে একটি ক্ষতিগ্রস্ত গেট ও কাছের একটি পার্কিং লটে সংঘর্ষ দেখা গেছে।
কমপ্লেক্সে নিরাপত্তা বাহিনী, দমকলকর্মী ও প্যারামেডিকস পাঠানো হয়েছে এবং আহতদের দুটি পৃথক হাসপাতালে নেওয়া হয়েছে।
তুসাস তুরস্কের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও বিমান সংস্থা। এটি অন্যান্য প্রতিরক্ষা প্রকল্পের মধ্যে দেশের প্রথম জাতীয় যুদ্ধ বিমান কেএএএন তৈরি করে।
নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অতীতে এ ধরনের কর্মকাণ্ডের দায় স্বীকার করেছে।
তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত পিকেকে তিন দশকেরও বেশি সময় ধরে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে।