দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট দ্বীপ জেজু থেকে ৩৮ জন ভিয়েতনামি পর্যটক নিখোঁজ হয়েছেন।
গত ১৪ নভেম্বর ভিয়েতজেট এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে অন্তত ৯০ জন ভিয়েতনামি পর্যটক দ্বীপটিতে পৌঁছেছিলেন। তাদের মধ্যে ৩৮ জন সফরসূচির শেষ স্টপেজে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফিরতি ফ্লাইটে উঠতে ব্যর্থ হয়ে নিখোঁজ হন।
সাধারণত ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত বিদেশিরা দ্বীপটিতে থাকতে পারেন। ফলে ১৪ ডিসেম্বরের পর ভিয়েতনামের পর্যটকরা অবৈধ অভিবাসীতে পরিণত হবেন।
দ্বীপটির অভিবাসন অফিস নজরদারি সিসি ক্যামেরা পরীক্ষা করে তাদের অবস্থান জানার চেষ্টা করছে।