গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো অন্তত একটি ক্ষেপণাস্ত্র দিয়ে মাওয়াসি এলাকায় আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়।
গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স একটি সংবাদ বিবৃতিতে বলেছে, তাদের দল ইসরায়েলি হামলার পর তাঁবুতে ছড়িয়ে পড়া আগুন নেভাতে কাজ করছে।
চিকিৎসকরা জানিয়েছেন, উদ্ধারকারী দল পাঁচ শিশুসহ অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৩২ জনে দাঁড়িয়েছে।