নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) ইউক্রেনের সদস্যপদ লাভের বিনিময়ে রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন শুক্রবার এ খবর জানিয়েছে।
জেলেনস্কি বলেছেন, ‘আমরা যদি যুদ্ধের উত্তেজনা বন্ধ করতে চাই, তাহলে আমাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ডকে ন্যাটোর আশ্রয়ে রাখতে হবে। আমাদের এটি দ্রুত করা দরকার।’
‘পরবর্তীতে কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা (ইউক্রেনের) অঞ্চলগুলো ফিরে পাওয়া যেতে পারে।’
তিনি বলেন, ন্যাটোর আমন্ত্রণে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তকে স্বীকৃতি দেওয়া উচিত।
জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেনের আরও ভূখণ্ড দখল করতে রাশিয়া যাতে ফিরে না আসে তার নিশ্চয়তা দিতে যুদ্ধবিরতি প্রয়োজন।