পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলে রোববার শুরু হওয়া দাবানলে অন্তত সাতজন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছে।
দাবানলে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং প্রধান সড়ক ও মহাসড়ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার বিকেল পর্যন্ত জাতীয় জরুরি ও নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ আভেইরো জেলায় চারটি উল্লেখযোগ্য অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের প্রচেষ্টা করছে। প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল।
অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে।
আরও পড়ুন: সিসিলি উপকূল থেকে ৬ ‘অভিবাসনপ্রত্যাশীর’ লাশ উদ্ধার
ক্রমবর্ধমান সংকটের প্রতিক্রিয়ায়, পর্তুগাল সরকার বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় সতর্কতা জারি করেছে।
পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজাসহ অন্যান্য রাজনৈতিক ও ধর্মীয় নেতারা ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সংহতি প্রকাশ করেছেন।