পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় চলমান সামরিক অভিযানে ১০ দিনে অন্তত ৩৭ সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে আহত হয়েছে আরও অন্তত ১৪ জন।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ২০ আগস্ট থেকে সন্ত্রাসীদের উপস্থিতির ভিত্তিতে নিরাপত্তা বাহিনী খাইবারের তিরাহ এলাকায় ব্যাপক গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনা করেছে।
বুধ ও বৃহস্পতিবার পরিচালিত সর্বশেষ অভিযানের বিবরণ দিয়ে আইএসপিআর বলেছে, সেনাবাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে শনাক্ত করে ১২ জঙ্গিকে হত্যা করেছে।
চলমান অভিযানের ফলে সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলো বড় ধরনের বিপর্যয়ে পড়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
আইএসপিআর জানায়, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
আরও পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২৩