পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্ড জানান, ঈদুল ফিতর উদযাপনের প্রথম দিন ও পাকিস্তানে সরকারি ছুটির দিন বুধবার রাতে তারা বেলুচিস্তানের একটি মাজারে যাচ্ছিলেন।
হজযাত্রীরা যে মাজারে যাচ্ছিলেন সেখান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে লাস বেলা জেলায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে পার্শ্ববর্তী সিন্ধু প্রদেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে চালকসহ ৩৩ জন যাত্রী ছিলেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।