পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সামরিক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, প্রদেশের দুটি পৃথক স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে একজন রিং লিডারসহ দুই সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, সেখান থেকে আরও দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় ছয় জঙ্গি নিহত হয়। নিহতরা ওই এলাকায় বেসামরিক নাগরিকদের টার্গেট কিলিংয়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানায় আইএসপিআর।
বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।