পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সামরিক সদরদপ্তরে হামলার আগে চার আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রদেশের মোহমান্দ জেলায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের সদর দপ্তরে হামলা চালানোর আগমুহূর্তে চার সন্ত্রাসীকে হত্যা করা হয়।
আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসীদের দপ্তরে প্রবেশের চেষ্টা কার্যকরভাবে ব্যর্থ করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং ক্ষতি করার আগেই তাদের নিষ্ক্রিয় করা হয়।
আরও পড়ুন: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ১০ দিনে ৩৭ সন্ত্রাসী নিহত
এরপর ওই এলাকায় আরও কোনো জঙ্গি আছে কি না, সে উদ্দেশ্যে ক্লিয়ারেন্স অপারেশন চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।