প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনের সাহসিকতার জন্য গর্ববোধ করেছেন রাজা চার্লস। ‘ক্যান্সারে আক্রান্ত’ হয়েছেন জানিয়ে একটি বিবৃতি দেন ক্যাথরিন। এরপর প্রিন্সেস অব ওয়েলস সম্পর্কে রাজা চার্লস এই অনুভূতি ব্যক্ত করেন।
রাজা চার্লস বলেন, 'ক্যাথরিনের মতো কথা বলার সাহসের জন্য তিনি গর্বিত।’
বাকিংহাম প্যালেসের বরাতে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বর্ধিত প্রস্টেটের চিকিৎসার পর ক্যান্সারে আক্রান্ত চার্লসের সঙ্গে এখনও তার ‘প্রিয় পুত্রবধূর সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।’
আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত রাজা চার্লস: বাকিংহাম প্যালেস
রাজপ্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'এই কঠিন সময়ে পুরো পরিবারের প্রতি ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখবেন দুই রাজা ও রানি।’
১৬ জানুয়ারি তার পেটে সফল অস্ত্রোপচারের পর প্রিন্সেসের স্বাস্থ্যের উন্নতি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর তিনি ১৩ দিন লন্ডনের একটি হাসপাতালে ছিলেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে ওঠার সময় লোকচক্ষুর আড়ালে চলে যান।
গত সপ্তাহে স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেট একটি খামারের দোকানে গেলে জানুয়ারির পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা যায় তাকে।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে শক্তিশালী, ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান রাজা চার্লস