ফিলিপাইনে পথচারীদের ওপর একটি ট্রাক উঠিয়ে দেওয়ার ঘটনায় চাপা পড়ে অন্তত ৭ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কোটাবাটো প্রদেশে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ চিফ মাস্টার সার্জেন্ট রিচি ডেসুলগা জানান, সকালে মাকিলালা শহরের একটি মহাসড়কে সারের বস্তা বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী, যানবাহন ও সড়কের পাশের একটি বাড়িতে চাপা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ট্রাক থেকে পড়ে যাওয়া সারের বস্তার নিচে চাপা পড়েছেন হতাহতরা।
আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডেসুলগা।