দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং সাম্প্রতিক দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফেরদি ও জেনারের প্রভাবে ফিলিপাইনে অন্তত ২০ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আরও অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) জানিয়েছে, দেশের পাঁচটি অঞ্চলে ২০ জনের মৃত্যুর খবর তারা পেয়েছে এবং প্রকৃত নিহতের সংখ্যা এখনও যাচাই করা হচ্ছে।
গত সপ্তাহ থেকে পালাওয়ান প্রদেশসহ ফিলিপাইনের কিছু অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্যা দেখা দিয়েছে।
এনডিআরআরএমসি জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশের ১২টি অঞ্চলের প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝড়ে ৯৩০টি বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি টাইফুন আঘাত হানে।