ম্যানিলা, ২৫ অক্টোবর (সিনহুয়া/ইউএনবি)- চলতি সপ্তাহে ফিলিপাইনে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে।
পুলিশ জানিয়েছে, ম্যানিলার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে ৪৭ জন এবং ম্যানিলার দক্ষিণ-পূর্বে বিকোল অঞ্চলে ২৮ জন নিহত হয়েছেন।
এছাড়া, মধ্য ও দক্ষিণ ফিলিপাইনের বিভিন্ন এলাকায় ট্রামিজনিত চারজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: প্রায় ২০ বছর পর কম্বোডিয়ায় বিরল মাছের সন্ধান
ফিলিপাইনের কোস্টগার্ড শুক্রবার বিকেলে জানিয়েছে, তাদের কর্মীরা নয় বছর বয়সী এক শিশু ও এক মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে।
চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা ১১তম টাইফুন ট্রামি দেশটির প্রধান লুজন দ্বীপের ওপর দিয়ে বয়ে যায়, যা বিকোল ও ক্যালাবারজোন অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সঙ্গে ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির অন্তত ১৫টি অঞ্চলের ২৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।