নাভালনির শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে অনেক জল ঘোলা হওয়ার পর তাকে বিমানে করে জার্মানিতে নিয়ে যাওয়া হয়, খবর এপি।
তাকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে সাইবেরিয়ান শহর ওমস্কের বিমানবন্দর ত্যাগ করে।
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক ৪৪ বছর বয়সী নাভালনি একজন রাজনীতিবিদ ও দুর্নীতিবিরোধী কর্মী।
তাকে বৃহস্পতিবার ওমস্কে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়। তার সমর্থকদের বিশ্বাস যে তার পান করা চায়ে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল এবং তার অসুস্থতা ও জার্মানির হাসপাতালে প্রেরণে বিলম্ব করার পেছনে রয়েছে ক্রেমলিন।
রাশিয়ার বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত মুখ নাভালনি ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে নেমেছিলেন কিন্তু তাকে নির্বাচনের লড়াইয়ে নিষিদ্ধ করা হয়। তারপর থেকে তিনি আঞ্চলিক নির্বাচনগুলোতে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীদের বিরুদ্ধে বিরোধী প্রার্থীদের পক্ষে কাজ করে যাচ্ছিলেন।